বাজিস-২ : ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে

296

বাজিস-২
জয়পুরহাট-ভোট গ্রহণ
ভোট গ্রহণের সাথে সংশ্লিষ্টদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে
জয়পুরহাট, ২৩ ডিসেম্বর, ২০১১৮ (বাসস) : ভোটগ্রহণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, সকল প্রকার ভয়ভীতির উর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জয়পুরহাট সদর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে রোববার থেকে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথভাবে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার মোট ৮৪ ভোট কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত ৮৪ জন প্রিজাইডিং অফিসার, ৪২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৪০ জন পোলিং অফিসার এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ইতোমধ্যে জেলার কালাই ও পাঁচবিবি উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। জেলার ১ ও ২ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য ৪ হাজার ৪৪৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/রশিদ/১০১০/নূসী