বাজিস-৬ : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত

129

বাজিস-৬
বাগেরহাট- সড়ক-দুর্ঘটনা
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষক নিহত
বাগেরহাট ২২ ডিসেম্বর ১৮ (বাসস) : বাগেরহাট পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে কচুয়ার ফতেপুর এলাকায় স্ট্রীটের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষকের নাম মোদাচ্ছের আলী (৫০ )। তিনি মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রধান শিক্ষক মোদাচ্ছের আলীকে (৫০ ) চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০ টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস কচুয়ার ফতেপুর এলাকায় স্ট্রীটের ব্রিজের কাছে পৌছঁলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দেয়। ঘটনার পরপরই তিনি মারা যান। সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই শিক্ষক চা খাচ্ছিলেন । পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
বাসস/ সংবাদদাতা/১৭০০/মরপা