নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির প্রার্থীরা প্রচার-প্রচারণা কমিয়ে দিচ্ছে : মেনন

183

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির প্রার্থীরা প্রচার-প্রচারণা কমিয়ে দিচ্ছে।
আজ শনিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিএনপি’র পরাজয়ও ততোটাই নিশ্চিত হচ্ছে। এটা বুঝতে পেরেই বিএনপি তাদের প্রচার ক্রমশই কমিয়ে দিচ্ছে।’
তিনি বলেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে বিএনপি নিজেরাই প্রচার বিমুখ হয়েছে, অথচ দোষ চাপিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনের ঘাড়ে। বিএনপি সরকারের সময় দেশকে যেভাবে তারা লুটেপুটে খেয়েছে তার খেসারত দিয়ে তাদের পরাজয় মেনে নিতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা তৌহিদুল ইসলাম ও দীপংকর সাহা দীপু, ছাত্রমৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি সনজিৎ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাশেদ খান মেনন বলেন, এখন বিএনপি ও ঐক্যজোট বুঝে গেছে দেশের উন্নয়নের বার্তা জনগণের কাছে ঠিকই পৌছে গেছে। শেখ হাসিনার দুরদর্শীতায় দেশের সকল মানুষ খুশী।