বাসস ক্রীড়া-৪ : ঘাস চান স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সরা

167

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-মেলবোর্ন টেস্ট
ঘাস চান স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সরা
মেলবোর্ন, ২২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মেলবোর্ন টেস্টের পিচেও ঘাস চাইছেন অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের তিন প্রধান অস্ত্র মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-প্যাট কামিন্স। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। অ্যাডিলেড ও পার্থের মত মেলবোর্নেও ঘাষ আশা করছেন অস্ট্রেলিয়ার পেসাররা। স্টার্ক বলেন, ‘এখানকার উইকেট নিয়ে বির্তক রয়েছে। এখনও জানি না, এখানকার উইকেট কেমন হবে। তবে এখানের উইকেটে ঘাষ আশা করছি।’
সর্বশেষ অ্যাশেজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো এই ভেন্যুতেই। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ঐ ম্যাচ শেষে মেলবোর্নের এই পিচক খারাপ হিসেবে পরিচিতি পাওয়ায় বলে পরবর্তীতে জরিমানাও করা হয়। এতেও টনক নড়েনি মেলবোর্নের ভেন্যুর কর্মকর্তাদের।
শেফিল্ড শিল্ডের ম্যাচগুলোতেও ফ্লাট উইকেট বানানো হয়েছে। তবে মেলবোর্ন টেস্টে অন্য এক উইকেট দেখা যেতে পারে। অ্যাশেজের ঐ বির্তকের পর এই ভেন্যুতে নতুন কিউরেটরের দায়িত্ব পেয়েছেন ম্যাট পেজ নামে এক ভদ্রলোক। তাই এই কিউরেটরকে ঘাষ রাখার পরামর্শ দিয়েছেন স্টার্ক-হ্যাজেলউড-কামিন্সরা।
স্টার্ক বলেন, ‘গেল বছর ও শেফিল্ড শিল্ডের সময় এই উইকেট আমি দেখেছি। যা দেখেছি, তা বোলারদের সহায়ক ছিলো না। তবে সামনের সপ্তাহে শুরু হওয়া টেস্টে অবাক করার মত কিছু থাকবে। আমার মনে হয়, ভালো উইকেট হবে। উইকেটে ঘাস চাইছি আমরা।’
স্টার্কের মত একই সুরে কথা বললেন হ্যাজেলউড। তিনি বলেন, ‘আমি কিউরেটরের সাথে কথা বলেছি। এখানো সিদ্বান্ত হয়নি, কেমন উইকেট হবে। কিন্তু আমরা আমাদের সুবিধার কথাই চিন্তা করছি। যেহেতু আমাদের পেস অ্যাটাক বেশ ভালো। আশা করছি, এমন উইকেট তৈরি হবে যা থেকে আমরা উপকৃত হবো।’
তবে কামিন্স আগ থেকে উইকেট নিয়ে কিছুটা আন্দাজ করতে পারছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় না, বর্তমানের মতই উইকেট থাকবে। উইকেটে ঘাস রাখা হবে। বোলারদের কথা চিন্তা করা হবে। তাই তৃতীয় টেস্টেও ফল আশা করা যায়। সম্প্রতি এখানে তিনটি শেফিল্ড শিল্ডের ম্যাচ হয়েছে। প্রথম দু’টিতে কিছুটা ঘাস ছিলো। তাই ফলাফল হয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচে ভালো উইকেট ছিলো না। আমার মনে হয়, প্রথম দুই ম্যাচের মত উইকেট দেখতে পাবো আমরা।’
বাসস/এএসজি/এএমটি/১১০০/স্বব