অতীতের ন্যায় কালও পারবে বাংলাদেশ!

236

ঢাকা, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : প্রথমটি হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচ দাপটের সাথে জিতে নেয় বাংলাদেশ। যার মাধ্যমে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনতে পারে টাইগাররা। এখন টি-২০ সিরিজ জয়ের দারুণ এক সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এই সুযোগটি কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ শিবির, এটি বলার অপেক্ষা রাখে না। এ ছাড়া অতীত রেকর্ড সাহস যোগাচ্ছে টাইগারদের।
কারন অতীতে পিছিয়ে পড়েও পরের দু’ম্যাচ জিতে সিরিজ জয় করেছে বাংলাদেশ। তবে সেটি মাত্র একবার। চলতি বছরই এমন সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ ক্যারিবীয় সফরে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে হেরেছিলো টাইগাররা। তবে পরের দু’ম্যাচে জ্বলে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ১২ রানে ও তৃতীয়টি বৃষ্টি আইনে ১৯ রানে জিতে নেয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। ফলে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
সুতরাং অতীতে যেহেতু শুরুতে পিছিয়ে পড়েও সিরিজ জয় করতে পেরেছে, তখন আগামীকালও পারবে বাংলাদেশ- এমন বিশ্বাস দলের খেলোয়াড় ও এ দেশের ক্রিকেটপ্রেমিদের।