বাসস দেশ-৭ : চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ কেজি স্বর্ণসহ একজনকে আটক

116

বাসস দেশ-৭
স্বর্ণসহ-আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ কেজি স্বর্ণসহ একজনকে আটক
চুয়াডাঙ্গা, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ভারতে স্বর্ণ পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে ৬ বিজিবি ৩০ কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে।
আজ শুক্রবার দুপুরে পারকৃষনোপুর মদনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিজিবি-৬ এর সদস্যরা এই স্বর্ণ আটক করে। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ১৪ কোটি টাকা।
আটক স্বর্ণ চোরাকারবারী আনোয়ারুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগীমারি গ্রামের মুনছুর আলির ছেলে।
বিজিবি- ৬-এর পরিচালক ইমাম হাসান জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বিজিবির একটি টহল দল দামুড়হুদা পারকৃষনোপুর- মদনা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। এসময় মোটরসাইকেলযোগে স্বর্ণ নিয়ে আনোয়ারুল দর্শনা থেকে মদনার উদ্দেশ্যে যাচ্ছিল। বিজিবি টহল দল মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে মোটরসাইকেলের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে (টুলবক্সে) রাখা অবস্থায় কালো ব্যাগ থেকে প্রায় ২৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ৩০ কেজি। এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ১৪ কোটি টাকা।
৬ বিজিবির পরিচালক ইমাম হাসান আরও জানান, মামলার প্রক্রিয়া চলছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৬৪৫/জেহক