বাসস বিদেশ-১ : হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে ‘মিথ্যা অপপ্রচারের’ জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলো চীন

335

বাসস বিদেশ-১
চীন-যুক্তরাষ্ট্র-সাইবার-হ্যাকিং
হ্যাকিংয়ের অভিযোগ নিয়ে ‘মিথ্যা অপপ্রচারের’ জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলো চীন
বেইজিং, ২১ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : হ্যাকিংয়ের ঘটনায় চীন ‘মিথ্যা অপপ্রচারের’ জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে। চীনের সিকিউরিটি সার্ভিসের সাথে দুই হ্যাকারের সম্পর্ক রয়েছে মার্কিন বিচার বিভাগ এমন ইঙ্গিত দেয়ার পর ওয়াশিংটনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনলো বেইজিং। হ্যাকাররা অনেকগুলো দেশের কোম্পানী ও সংস্থায় হ্যাকিংয়ের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। খবর এএফপি’র।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার নিরাপত্তা ইস্যুতে চীনকে ঘাটানো বন্ধ করতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানাচ্ছি।’
বিবৃতিতে আরো বলা হয়, এ ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
চীন জানায়, এ দুই দেশের মধ্যে সম্পর্কের বড় ধরনের অবনতি হওয়া এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের হ্যাকারদের বিরুদ্ধে প্রসিকিউশন বন্ধ করা উচিত হবে।
বাসস/এমএজেড/১১১৫/-এমএবি