বাজিস-১১ : লৌহজংয়ে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ

292

বাজিস-১১
লৌহজং-বিতরণ
লৌহজংয়ে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার লৌহজং উপজেলার তিনটি বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোয়ালীমন্দ্রা, খড়িয়া ও কনকসার বেদে পল্লীর ৭শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ করে বেদে ও হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করা পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান বিপিএম প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কনকসার বেদে পল্লী সংলগ্ন চরলক্ষ্মীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করা হয়। এতে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমার সভাপতিত্বে ও বেদে সম্প্রদায়ের প্রতিনিধি সাহেব আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, সমন্বয়কারী এসএম মাহবুব হোসেন, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মাস্টার।
বাসস/সংবাদদাতা/২০৩৫/মরপা