বাজিস-৯ : দিনাজপুরে ৩০ জন গরীব মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ

294

বাজিস-৯
দিনাজপুর-বিতরণ
দিনাজপুরে ৩০ জন গরীব মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ
দিনাজপুর, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ জন গরীব মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিবিডিএস দিনাজপুরের আয়োজনে দারিদ্র বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান, ব্রাক প্রতিনিধি মোঃ মহসিন আলী প্রমুখ।
প্রধান অতিথি মোঃ ফিরুজুল ইসলাম তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দারিদ্র বিমোচনে খুবই আন্তরিক। দেশের উন্নয়নের পাশাপাশি দরিদ্র বিমোচনে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। মধ্যম আয়ের দেশ গড়ে তুলতে হলে দারিদ্র বিমোচনের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে ৩০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করা হয়।
বাসস/সংবাদাতা/২০৩৫/মরপা