বাসস ক্রীড়া-১৬ : ২৬২ রানে ইনিংস ঘোষণা করেও এগিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন

306

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
২৬২ রানে ইনিংস ঘোষণা করেও এগিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন
বগুড়া, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে ৮ উইকেটে ২৬২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষনা করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। এরপর নিজেদের ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১৩৬ রান করেছে প্রাইম ব্যাংক সাউথ জোন। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১২৬ রানে পিছিয়ে প্রাইম ব্যাংক সাউথ জোন।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৬৭ ওভারে ৪ উইকেটে ২০৪ রান করেছিলো ইসলামী ব্যাংক ইস্ট জোন। তৃতীয় দিন আরও ৪ উইকেট হারিয়ে ৫৮ রান যোগ করে ইনিংস ঘোষণা করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ইয়াসির আলি। প্রাইম ব্যাংক সাউথ জোনের আল-আমিন হোসেন ২৬ রানে ৩ উইকেট নেন।
মধ্যাহ্ন-বিরতির পর প্রতিপক্ষ ইনিংস ঘোষণা করায় ব্যাটিং শুরু করে প্রাইম ব্যাংক সাউথ জোন। ওপেনার ফজলে মাহমুদের ব্যাটে চড়ে লড়ছে তারা। দিন শেষে ৫৭ রানে অপরাজিত আছেন ফজলে। এছাড়া রাকিবুল হাসান ২৫ ও তুষার ইমরান অপরাজিত ২৯ রান করেন।
বাসস/এএসজি/এএমটি/২০৩০/মোজা/স্বব