কমিশনকে চাপে রাখার জন্যই বিএনপি অভিযোগ করে যাচ্ছে : আওয়ামী লীগ

363

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, নির্বাচন কমিশনকে মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্যই তারা নানা অভিযোগ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘একটি চিহ্নিত গোষ্ঠি নির্বাচনকে বানচাল, ভন্ডুল করার জন্য, নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার জন্য, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ছল চাতুরী, অভিযোগ করে যাচ্ছেন। নির্বাচন বানচালের পূর্ব শর্ত হিসেবেই এসব অভিযোগ তারা করে যাচ্ছে।’
আব্দুর রহমান আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
বিএনপি-জামাত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা মিথ্যা-অবান্তর অভিযোগ তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করছি সারাদেশে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য মিথ্যা-অবান্তর প্রশ্ন তুলে নির্বাচন বানচাল করা।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গত কয়েক দিনে বিএনপি নেতৃবৃন্দের আচার আচরণে নির্বাচনের পরিবেশ বিনষ্ঠ হচ্ছে। তারা প্রজাতন্ত্রের নিরপেক্ষ কর্মচারীদের বিরুদ্ধে অযথা বিদ্বেশ ছড়াচ্ছে। একটি আতঙ্ক তৈরীর জন্য তারা কাজ করে যাচ্ছে।’
বিএনপির পুন:তফসিলের দাবীর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুন:তফসিলের কোন সুযোগ নির্বাচন কমিশনের হাতে নেই।’
নির্বাচন কমিশন কোন কাজ করছে না ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আব্দুর রহমান বলেন,
আওয়ামী লীগের এই নেতা অভিযোগ করে বলেন, বিএনপি-জামায় ও ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা মুন্সিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, খুলনার পাইকগাছায়, ঢাকা ১৫ আসনে কামাল মজুমদারের নির্বাচনী প্রচারে হামলা করেছে। মির্জা ফখরুলের কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশনা দেয়ার পর থেকেই তাদের কর্মীরা আক্রমনাত্মক হয়ে উঠেছে।
তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে পেয়েছি, তা হলো নির্বাচনকে বিতর্কিত করার জন্য জাল ব্যালট পেপার পর্যন্ত ছাপানোর ব্যবস্থা করেছে বিএনপি। কক্সবাজারে এ বিএনপি-জামায়াতের কাছে এ ধরনের জাল ব্যালোট পেপার পাওয়ার গিয়েছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।