গ্রামকে শহরে রূপান্তরিত করার কাজ ষাট ভাগ শেষ হয়েছে : শিল্পমন্ত্রী

374

ঝালকাঠি, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছর সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করেছে। সুবিধাভোগী জনগণের এখন সুযোগ এসেছে সেই ঋণ শোধ করার।
আজ বিকালে ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্রমুখ বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সব সময়েই সাধারণ মানুষের ভাগ্যন্নয়নের জন্য কাজ করে। দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার ঘোষণা দেয়া হয়েছে। যদিও অনেক আগে থেকেই এ কাজ শুরু হয়েছে এবং ৬০ ভাগ গ্রামীণ মানুষ ইতিমধ্যে এর সুফল ভোগ করছে। অর্থাৎ গ্রামকে শহরে পরিণত করার কাজ ষাট ভাগ শেষ হয়েছে। আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে অসমাপ্ত কাজও দ্রুত সম্পন্ন হবে।