বাসস ক্রীড়া-১২ : মিরপুরে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশ

163

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-দ্বিতীয় টি২০
মিরপুরে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশ
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়লো বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান করেছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে মিরপুরের ভেন্যুতে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ কোন দলের। মিরপুরে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ৫ উইকেটে ২০৪ রান। ২০১৩ সালের ৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেছিলো নিউজিল্যান্ড।
মিরপুরে রেকর্ড গড়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। টি-২০ ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ৫ উইকেটে ২১৫ । চলতি বছরের মার্চে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে নিজেদের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করিয়েছিলো বাংলাদেশ। নিদাহাস ট্রফির ঐ ম্যাচটি ৫ উইকেটে জিতেছিলো টাইগাররা।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/মোজা/স্বব