দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আবারো নৌকায় ভোট চাইলেন তোফায়েল

186

ভোলা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির জনকের নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছিলাম। দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে আবারো নৌকায় ভোট দিতে হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আজ জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বিশ্বরোড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘বিএনপি’র ইশতেহার অবাস্তব এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির ইশতিহারে বলা হয়েছে চাকরির কোন বয়স সীমা নেই। অর্থাৎ ৮০ বছর বয়সের একজন লোক চাকরি পাবে। এটা বাস্তবসম্মত নয়।তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে। অথচ তারা যুদ্ধাপরাধীদের মার্কা দিয়েছে ধানের শিষ। যারা যুদ্ধাপরাধীদের নিয়ে নির্বাচন করছে কিভাবে তাদের বিচার করবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবে। পৃথিবীর কোথাও এটা নেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা। ড. কামাল হোসেন একজন নীতিহীন মানুষ। তার আদর্শিক মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের ইশতেহার অনেক চমৎকার হয়েছে। প্রধানমন্ত্রী তরুণদের চাকরির কথা বলেছেন। আমরা ১ কোটির বেশি তরুণদের চাকরির সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে।’
তিনি বলেন, সারাদেশে নৌকা মার্কার গণজোয়র সৃষ্টি হয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি দেশের মানুষের উপর যে অত্যাচার করেছে, মানুষ এখন তাদের বিরুদ্ধে চরম বিক্ষুব্ধ। আগামী ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে মানুষ এর জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে বাণিজ্যমন্ত্রী জানান।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।