বাসস দেশ-২৩ : ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বীর ইন্তেকাল

138

বাসস দেশ-২৩
ফজলে রাব্বী চৌধুরী- মৃত্যু
ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বীর ইন্তেকাল
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …রাজিউন)।
তিনি আজ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
ছয়বারের এমপি ফজলে রাব্বী চৌধুরী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ৩ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক আহসান উদ্দিন চৌধুরীর ছেলে। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্বদ্যিালয়ের (ময়মনসিংহ) উপাচার্যের দায়িত্ব পালন করেন।
তিনি গাইবান্ধা-৩ আসনে জাতীয় পার্টির হয়ে ১৯৮৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত (১৯৯৬) ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত ফজলে রাব্বী জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মরহুমের প্রথম জানাযা আজ বাদ জোহর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে তার দল জাতীয় পার্টির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
বাসস/সবি/এমআর/১৮৩৫/-জেজেড