বাজিস-৬ : নীলফামারীতে যুব সংলাপ অনুষ্ঠিত

165

বাজিস-৬
নীলফামারী-সংলাপ
নীলফামারীতে যুব সংলাপ অনুষ্ঠিত
নীলফামারী, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ‘তরুণদের নেতৃত্বে হউক উন্নত বাংলাদেশ’ শিরোনামে যুবকদের এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা শহরের উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে অর্ধ দিনের এ সংলাপ অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ্যাকশন ফর ইম্প্যাক্ট প্রকল্পের অধীনে সংলাপের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা।
জেলার ৫০ জন যবুকের অংশগ্রহণে আয়োজিত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ, পরিবার পরিকল্পনার উপ-রিচালক আফরোজা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক নুসরাত ফাতেমা, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল ফারুক, সাংবাদিক তাহমিন হক ববী, মীর মাহমুদুল হাসান আস্তাক, শীষ রহমান, এ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি নাজমূল হুদা, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বার্হী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।
সংলাপে ক্ষমতায়তণ, নীতি নির্ধারণ, চাহিদা মাফিক উন্নয়ন কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন ও উন্নয়নে অংশীদারিত্ব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং রাজনীতিতে যুবকদের গ্ররুত্বারোপের বিষয় তুলে ধরেন যুব প্রতিনিধিরা। এসময় তারা সমাজের বিভিন্ন অবক্ষয় রোধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাসস/সংবাদদাতা/১৭৫৫/মরপা