ব্রাজিলে মোটরচালকদের চাপে জ্বালানী মূল্য হ্রাস

519

ব্রাসিলিয়া, ২৮ মে, ২০১৮ (বাসস ডেস্ক) : ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল টিমার রোববার ডিজেলের দাম লিটার প্রতি ৪৬ ব্রাজিলিয়ান সেন্ট কমানোর ঘোষণা দিয়েছেন। সপ্তাহব্যাপী জাতীয় মোটরচালকদের চাপের মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট মোটরচালকদের আরো চারটি দাবি মেনে নেয়ার ব্যাপারেও সম্মতি জানান।
মোটরচালকদের ধর্মঘটে দেশটির অর্থনৈতিক অবকাঠামো প্রায় স্থবির হয়ে পড়ে।
টিমার বলেন, ‘আমরা এই সমস্যা সমাধানে ও দুর্ভোগ লাঘবে আমাদের দিক থেকে যা করার করেছি।’
তিনি জানান, এই সংকট সমাধান না হলে লাখ লাখ পশু অনাহারে মারা যেতে পারে।