বাসস দেশ-১২ : আওয়ামী লীগের বিজয় মানে জনগণের বিজয় : আইনমন্ত্রী

132

বাসস দেশ-১২
আইনমন্ত্রী-মহাজোট
আওয়ামী লীগের বিজয় মানে জনগণের বিজয় : আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট দেশের জনগণের জন্য কাজ করে।
তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিজয় মানে জনগণের বিজয়। তাই আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।
আনিসুল হক আজ জেলার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর সমর্থনে উপজেলার জাতীয় পার্টির তৃণমূল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি তারেক এ আদেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায় এড. রাশেদুল কাওছার ভূইয়া জীবন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন মনির, কসবা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জহিরুল হক খান প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্ট ও দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৭৩০/জেহক