বাসস দেশ-১১ : বিএনপির দুই প্রার্থীর প্রতীক পরিবর্তনে হাইকোর্টের আদেশ

137

বাসস দেশ-১১
হাইকোর্ট-আদেশ-বিএনপি প্রার্থী
বিএনপির দুই প্রার্থীর প্রতীক পরিবর্তনে হাইকোর্টের আদেশ
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের পরিবর্তে একই আসনে খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউ এবং নাটোর-১ আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের পরিবর্তে কামরুন্নাহার শিরিনকে ধানের শীষ প্রতীক দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত একটি অবকাশকালীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন এডভোকেট ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এস এ জিন্নাহ কবিরকে এবং নাটোর-১ আসনের কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল।
পরে দলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মানিকগঞ্জ-১ আসনের খন্দকার আব্দুল হামিদ ডাব্লিউ এবং নাটোর-১ আসনের কামরুন্নাহার শিরিন হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত প্রতীক পরিবর্তনের আজ এ আদেশ দেয়।
বাসস/এএসজি/ডিএ/১৭২০/অমি