বাসস ক্রীড়া-৬ : টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

149

বাসস ক্রীড়া-৬
বাংলাদেশ-ও:ইন্ডিজ
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে আগে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটনদাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।
ও:ইন্ডিজ দল: এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরোন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান এ্যালেন, কিমো পল, শেলডন কট্রেল.ওশানে টমাস।
বাসস/এএমটি/১৬৫০/স্বব