বাজিস-৩ : জীবননগরে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মীভূত

154

বাজিস-৩
চুয়াডাঙ্গা-অগ্নিকান্ড
জীবননগরে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মীভূত
চুয়াডাঙ্গা, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জীবননগরে গত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার রাত ৮টার দিকে ডাকাবাংলো মার্কেটে লেপ-তোষকের একটি দোকান থেকে ধোঁয়ার কুন্ডুলি দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিক ছড়িয়ে পড়লে মার্কেটের ৯টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় জীবননগর দর্শনা ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত লেপ-তোষক ও তুলা দোকানী মনির হোসেনের ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়াও কাপড় ব্যবসায়ী মুক্তার হোসেন, আহম্মেদ, বদরউদ্দিন, আবদুর রহিম ও শহিদুল ইসলামের দোকান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।
আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. সিরাজুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাসস/সংবাদদাতা/১৩০০/নূসী