পৃথিবীতে ফিরলেন রুশ, মার্কিন ও জার্মান নভোচারী

198

মস্কো, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): রাশিয়া, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নভোচারীকে বহন করা মহাকাশযান সুয়োজ বৃহস্পতিবার কাজাখস্তানে নিরাপদে অবতরণ করেছে। খবর এএফপি’র। দেশটির মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র একথা জানায়। খবর এএফপি’র।
রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস টুইটার বার্তায় জানায়, ‘মনুষ্যবাহী মহাকাশযান সুয়োজ এমএস-০৯ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে।’