বক্সিং’ডে টেস্টে খেলবেন না ফিলান্ডার

334

ডারবান, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ইনজুরির কারণে নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার ভারনন ফিলান্ডার। দক্ষিণ আফ্রিকা ওটিস গিবসন জানিয়েছেন ডান হাতের বুড়ো আঙ্গুলে চিড় ধরায় ফিলান্ডার প্রথম ম্যাচ খেলতে পারছেন না।
চলমান দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এমজানসি সুপার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে হাতের ইনজুরিতে পড়েন ফিলান্ডার। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফিলান্ডারের খেলতে না পারার খবর দক্ষিণ আফ্রিকার জন্য বড় ধরনের দুঃসংবাদ। কারন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত হাঁটুর ইনজুরির কারনে মাঠের বাইরেই থাকতে হচ্ছে দলের আরেক পেসার লুঙ্গি এনগিডিকে।
তাই আসন্ন সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাক সামলানোর দায়িত্ব পাবেন বিশ্বসেরা কাগিসো রাবাদা, ডেল স্টেইন ও ডোয়াইন ওলিভার।
এ ব্যাপারে দলের কোচ গিবসন বলেন, ‘ফিলান্ডারের বাদ পড়াটা আমাদের জন্য বড় দুঃসংবাদ। তবে আশা করছি, দ্বিতীয় টেস্ট থেকেই তাকে আমরা দলে পাবো। রিজার্ভ বেঞ্চে থাকা পেসারদের প্রমানের জন্য এটি ভাল সুযোগ।’
দেশের হয়ে ৫৫টি টেস্টে ২০৫ উইকেট, ৩০ ওয়ানডেতে ৪১ উইকেট ও ৭টি টি-২০তে ৪ উইকেট নিয়েছেন ফিলান্ডার।