আমলা জ্বলে উঠবেন আশা গিবসনের

325

ডারবান, ২০ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হাশিম আমলা জ্বলে উঠবেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ ওটিস গিবসন। সাম্প্রতিক ফর্মটা মোটেও ভালো যাচ্ছে না আমলার। তাই আমলার ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনা চলছে দক্ষিণ আফ্রিকা জুড়েই। আলোচনার জবাব দিলেন দলের কোচ গিবসন। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সেরা ফর্মেই দেখা যাবে আমলাকে। তাকে নিয়ে আমরা খুব বেশি চিন্তিত নই। নিজের কাজটি সে ভালোভাবেই জানে। তবে সিরিজটি আমাদের জিততে হবে। এজন্য সব বিভাগেই ভালো পারফরমেন্স করতে হবে ছেলেদের।’
বক্সিং-ডেতে, অর্থাৎ আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজের আগে আমলার ফর্ম চুলচেরা বিশ্লেষন দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে।
শেষ দশ টেস্ট ইনিংসে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি রয়েছে আমলার। ২২ দশমিক ৮ গড়ে রান করেছেন ২২৮। জাতীয় দলের সর্বশেষ টেস্ট আমলা খেলেছেন গত জুলাইয়ে। কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ঐ টেস্টে ১৯ ও ৬ রান করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৭ সালের অক্টোবরে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে ফর্মহীনতায় ভোগার পালা এখনও চলমান আমলার ক্যারিয়ারে।
চলমান দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এমজানসি সুপার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সাত ইনিংসে মাত্র ৭১ রান করেছেন আমলা। তাই দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমের এসব বিশ্লেষন চোখ এড়ায়নি প্রোটিয়া কোচ গিবসনের। তাই মুখ খুলতে বাধ্য হলেন তিনি।
গিবসন বলেন, ‘আমলা বেশ অভিজ্ঞ খেলোয়াড়। ক্রিকেট সর্ম্পকে তার ভালো জ্ঞান-ধারণা রয়েছে। অনুশীলনের আগে তার সাথে আমি কথা বলেছি। সে এ সব নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয়, আমরাও না। ব্যাট হাতে কিভাবে রান করতে হবে সে জানে। নেটে তার ব্যাটিং নিয়ে আমরা বেশ পরীক্ষা-নিরীক্ষাও করেছি। আমার দৃঢ় বিশ্বাস, পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সে বড় স্কোর গড়বে।’
নিজ দেশে খেলা হলেও পাকিস্তানের বিপক্ষে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন গিবসন। তিনি বলেন, ‘নিজ কন্ডিশনে আমরা শক্তিশালী, এতে কোন সন্দেহ নেই। তবে পাকিস্তান আনপ্রেডিক্টটেবল দল। প্রতিপক্ষকে ঘায়েল করার সামর্থ্য তাদের আছে। আমাদের সর্তক থাকতে হবে টেস্ট সিরিজ নিয়ে। আমরা তিনটি টেস্টই জিততে চাই। তবে কাজটি সহজ হবে না।’