বাসস ক্রীড়া-১৪ : ব্যাটিং বিপর্যয় বিসিবি নর্থ জোনের

318

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বিসিএল
ব্যাটিং বিপর্যয় বিসিবি নর্থ জোনের
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩১ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে বিসিবি নর্থ জোন। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছিলো প্রথম দিনের খেলা। আজও বৃষ্টির দাপটে এ ম্যাচে। তাই খেলা হয়েছে মাত্র ৩১ দশমিক ৪ ওভার।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বিসিবি নর্থ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলারদের তোপে বড় ইনিংস খেলতে পারেননি বিসিবি নর্থ জোনের ব্যাটসম্যানরা। তাই স্কোবোর্ডে ৯২ রান উঠতেই ৫ উইকেট হারায় তারা। দলের পক্ষে জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ৩৫, নাইম ইসলাম অপরাজিত ২৯ ও মিজানুর রহমান ১৯ রান করেন। ওয়ালটন সেন্ট্রাল জোনের পেসার তাসকিন আহমেদ ২৮ রানে ২ উইকেট নেন।
বাসস/এএসজি/এএমটি/১৯৪৫/মোজা/স্বব