বাসস ক্রীড়া-১০ : মিরপুরে আড়াই বছরের খরা

328

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-টি-২০
মিরপুরে আড়াই বছরের খরা
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তবে আড়াই বছর হয়ে গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-২০ ফরম্যাটে জয় পায় না বাংলাদেশ। এই ফরম্যাটে মিরপুরে সর্বশেষ বাংলাদেশ জয় পেয়েছিলো ২০১৬ সালের ২ মার্চ।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ দল। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ অপরাজিত ৫৮ ও শোয়েব মালিক ৪১ রান করেন। বাংলাদেশের আল-আমিন ২৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৫ বল বাকি রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচ জয়ে ব্যাট হাতে অবদান রাখেন সৌম্য সরকার। ৪৮ বলে ৪৮ রান করেন তিনি।
এরপর এই ভেন্যুতে সংক্ষিপ্ত ভার্সনে চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারে টাইগাররা। ভারতের কাছে যথাক্রম ৯ ও ৮ উইকেটে, পাকিস্তানের কাছে ৬ উইকেটে এবং শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ।
এ ভেন্যুতে টি-২০ ভার্সনে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে।
বাসস/এএসজি/এএমটি/১৮৩৫/স্বব