বাসস ক্রীড়া-৪ : মহিলা বিগ ব্যাশে ৪২ বলে সেঞ্চুরি হ্যারিসের

127

বাসস ক্রীড়া-৪
বিবিএল-মহিলা
মহিলা বিগ ব্যাশে ৪২ বলে সেঞ্চুরি হ্যারিসের
ব্রিজবেন, ১৯ ডিসেম্বর, ২০১৮(বাসস/এএফপি) : অস্ট্রেলিয়ার ঘরোয়া মহিলা বিগ ব্যাশ লীগ (বিবিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে দ্রুত সেঞ্চুরির রেকর্ড গড়লের ব্রিজবেন হিট ওপেনার গ্রেস হ্যারিস মাত্র ৪২ বলে তিন অংকের কোটা স্পর্শ করেন।
এমন ইনিংস দিয়ে মহিলা ক্রিকেটে দ্রুত সেঞ্চুরি করা খেলোয়াড়দের একজনে নাম লেখান তিনি।
মহিলা ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত সেঞ্চুরির মালিক ওয়েস্ট ইন্ডিজের দিন্দ্রা ডটিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে শীর্ষে রয়েছেন ডটিন।
ব্রিজবেনে গাব্বায় অনুষ্ঠিত ম্যাচে মেলবোর্ন স্টার্সকে ১০ উইকেটে পরাজিত করে ব্রিজবেন হিট। পাঁচটি ওভার বাউন্ডারি ও তেরটি বাউন্ডারির সাহায্যে ১০১ রানে অপরাজিত থাকে হ্যারিস।
মহিলা বিবিএলে এর আগে দ্রুত সেঞ্চুরির রেকর্ডটি ছিল এ্যাশলে গ্রেডনারের। গত আসরে ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি।
বাসস/এএফপি/স্বব/১৬৩৫/এএমটি