বাসস দেশ-৩ : বিএনপির ইশতেহার রাজাকার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর ইশতেহার : নানক

141

বাসস দেশ-৩
নানক-বিএনপি-ইশতেহার
বিএনপির ইশতেহার রাজাকার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর ইশতেহার : নানক
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগের ইশতেহার জনগনকে আশাবাদী ও উজ্জীবিত করলেও বিএনপির ইশতেহার তাদের চরমভাবে হতাশ করেছে।
তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করেছেন। এ ইশতেহার তরুণ প্রজম্মসহ দেশের সকল মানুষকে খুশি, উজ্জীবিত ও আশাবাদী করেছে।’
তিনি বলেন, অপরদিকে বিএনপির ইশতেহার জনগণকে চরমভাবে হতাশ করেছে। কারণ তাদের ইস্তেহার রাজাকার ও যুদ্ধাপরাধীদের বাঁচানোর ইশতেহার। সরকারি চাকরির বয়স তুলে দেয়ার তারা (বিএনপি) যে প্রতিশ্রুতি দিয়েছে তা তরুণদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নানক বলেন, পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বিএনপির দফায়-দফায় বৈঠকের খবর আমরা পত্র-পত্রিকায় পড়ছি। এতে প্রমান হয়, বিএনপি-জামায়াত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের পায়তারা করছে।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সে বিষয়ে দেশের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। বাংলার জনগণ নির্বাচন করবেই, করবে। কোন অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না।
নানক বলেন, আওয়ামী লীগের প্রায় সকল বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে গেছে। আর মাত্র চার জন বিদ্রোহী প্রার্থী রয়েছে, তারাও সরে যাবে। সরে না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাসস/এএসজি/এমএএস/১৪৩৭/কেজিএ