বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি) : নতুন ভোটারদের আকাক্সক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

554

বাসস প্রধানমন্ত্রী-৩ (দ্বিতীয় ও শেষ কিস্তি)
শেখ হাসিনা-ভিডিও কনফারেন্স
নতুন ভোটারদের আকাক্সক্ষা পূরণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

এই জনপদটি সবসময় অবহেলিত থাকলেও তাঁর সরকার কিশোরগঞ্জের উন্নয়নে ব্যাপক কাজ করেছে উল্লেখ করে শেখ হাসিনা কিশোরগঞ্জের জনসভায় বলেন, আমি জানি কিশোরগঞ্জবাসী সবসময় নৌকায় ভোট দেয় এবং আমি চাই আপনারা এবারো নৌকা মার্কায় ভোট দেবেন। যাতে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।
জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে সেই স্বাধীন দেশে স্বাধীনতার সুফল যেন প্রত্যেকটি ঘরে পৌঁছে প্রতিটি মানুষের জীবন-মান উন্নত হয়- এটাই আমাদের লক্ষ্য।
তাঁর সরকার টানা ১০ বছর রাষ্ট্র পরিচালনায় আজকে বাংলাদেশের মানুষের খাদ্যের কোন অভাব নেই উল্লেখ করে তিনি দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচিতে তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনী ইশতেহারে আমাদের উন্নয়ন কর্মসূচি এবং আগামী পাঁচ বছর কিভাবে দেশ চলবে তাঁর রূপরেখা রয়েছে।
তিনি বলেন, ‘কাজেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের মানুষের উন্নয়ন হয়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। কারণ, দেশের মানুষের জীবন-মান যাতে পরিবর্তন হয় সেজন্যই আওয়ামী লীগ কাজ করে। যার সুফল আজকে দেশের মানুষ পাচ্ছে।’
শেখ হাসিনা পুনরায় ভোটের প্রসঙ্গ উল্লেখ করে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা এবং মহাজোটের প্রার্থীদের বিজয়ী করে কিশোরগঞ্জে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্য ভোটাররা ধরে রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সৈয়দ আশরাফুল ইসলামের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি তাঁর রোগমুক্তি কামনা করেন। তাকে বিজয়ী করতে এবং কিশোরগঞ্জে নৌকার অন্যান্য প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের নৌকার পক্ষে একজোট হয়ে কাজ করারও তিনি আহ্বান জানান।
আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীরাও জনসভায় বক্তৃতা করেন।
বাসস/এএসজি-এফএন/এসএইচ/২১২০/-আরজি