বাসস দেশ-২৭ : অভিবাসীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : খন্দকার মোশাররফ

263

বাসস দেশ-২৭
অভিবাসী-অঙ্গীকার
অভিবাসীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ : খন্দকার মোশাররফ
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : অভিবাসীর মর্যাদা ও অধিকার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তাদের অধিকার-মর্যাদা ও ন্যায়বিচার বাস্তবায়নে যার যার অবস্থান থেকে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এলজিআরডি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
স্বল্পব্যয়ে নিরাপদ অভিবাসন ও সুষ্ঠু, নিয়মিত বৈদেশিক কর্মসংস্থানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন,দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা অপরিসীম,রেমিটেন্স বৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ বক্তৃতা করেন।
বাসস/তবি/এসএস/১৮৫৮/কেকে