বাসস ক্রীড়া-১১ : শেষ ষোলতে লিভারপুল বায়ার্নকে এবং ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেল পিএসজিকে

159

বাসস ক্রীড়া-১১
ফুটবল-চ্যাম্পিয়ন্স লীগ-ড্র
শেষ ষোলতে লিভারপুল বায়ার্নকে এবং ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেল পিএসজিকে
নিয়ন (সুইজারল্যান্ড), ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলতে লিভারপুল তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাঁচ বারের শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখকে। হোসে মরিনোহর অধীনে প্রিমিয়ার লীগে ধুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে লড়তে হবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে। ইউনাইটেড কোচ হোসে মরিনহো অবশ্য আজ বরখাস্ত হয়েছেন ক্লাব থেকে।
সোমবার নিয়নে অনুষ্ঠিত নকআউট পর্বের এই ড্রয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে পড়েছে আয়াক্স। বিগত ছয় মৌসুমের মধ্যে পাঁচবার ইউরো ক্লাব ফুটবলের এই ট্রফি জিতেছে স্প্যানিশ ক্লাবটি। স্পেনের আরেক জায়ান্ট লিওনেল মেসির বার্সেলোনার প্রতিপক্ষ লিয়ঁ।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পরাজিত হওয়া লিভারপুল এবার ঘরোয়া ফুটবলে দারুণ ফর্মে রয়েছে। প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জার্গেন ক্লাপের শিষ্যরা। অপরদিকে নিজেদের বিগত মান থেকে নেমে গেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেস লীগায় যথেষ্ট সংগ্রামের মধ্যে রয়েছে তারা।
বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক বলেন, ‘আমরা ইংল্যান্ডের লীগ সেরাকে পেয়েছি প্রতিপক্ষ হিসেবে। যারা সত্যিই দারুণ ফুটবল খেলছে। তাদের শারিরিক ও ক্রীড়া শৈলিও চমৎকার। এখন আমরা লড়াইয়ের অপেক্ষায় আছি।’
লিভারপুল কোচ ক্লপ বলেন, ‘এটি হবে খুবই কঠিন ও আকর্ষনীয় একটি ম্যাচ। আমিও তাদের প্রতিদ্বন্দ্বিতার অপেক্ষায় আছি।’
গতকালের ড্রয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক জার্মান ক্লাব সালকেকে। ২০১৪ ও ২০১৬ সালের রানারআপ অ্যটলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাভিওয়েট ইতালীয় ক্লাব জুভেন্টাস।
জুভের সহ-সভাপতি পাভেল নেদভেদের ধারনা এটি হবে খুবই কঠিন একটি ম্যাচ। যেখানে গোল হবে খুবই কম। ক্রিস্টিয়নো রোনালদো যে চ্যাম্পিয়ন্স লীগ তারকা এ বিষয়ে কোন সন্দেহ নেই। সেখানে তিনি সব সময় গোল পান এবং দলকে জয়ী করেন। আমাদের দলটিও যথেষ্ঠ শক্তিশালী। আত্মবিশ্বাস নিয়েও আমাদের শান্ত থাকতে হবে।’
বুন্দেসলীগার শীর্ষ পয়েন্টধারী বরুশিয়া ডর্টমুন্ড নকআউট পর্বে মোকাবেলা করবে প্রিমিয়ার লীগ জায়ান্ট টোটেনহ্যাম হটস্পার্সের। গত মৌসুমে গ্রুপ পর্বেই পরস্পরের মোকাবেলা করেছিল ক্লাব দু’টি। রোমা মোকাবেলা করবে দুই বারের সাবেক চ্যাম্পিয়ন পোর্তোর। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াচিম ওয়াজকে স্কাই স্পোর্টসকে বলেন, ‘ইতোমধ্যে আমরা দুইবার তাদের মোকাবেলা করেছি। খুবই শক্তিশালী প্রতিপক্ষ। সেখানে সুযোগ সমানে সমান। দলে শীর্ষস্থানীয় খেলোয়াড় রয়েছে। আমরাও যথেষ্ট শক্তিশালী। ম্যাচ হবে আকর্ষণীয়।’
এদিকে গত রোববার লিভারপুলের কাছে ৩-১ গোলে হেরে কিছুটা বিপর্যয়ের মধ্যেই রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদেরকেই প্রথমবারের লড়তে হবে নেইমার ও কিলিয়ান এমবাপের মত বিশ্বের দুই দামী খেলোয়াড়কে নিয়ে গঠিত পিএসজির বিপক্ষে। যদিও পিএসজি কোচ থমাস টাসেল বলেছেন, ইউনাইটেডের মোকাবেলা করাটা সব সময়ই বেশ কঠিন।’
ডিসেম্বরে চারটি ম্যাচে অংশ নিয়ে মাত্র একটিতে জয়ের দেখা পয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ক্লাবটির সাবেক খেলোয়াড় ডেনিস ইরভিন বলেছেন, ফরাসি চ্যাম্পিয়নদের মোকাবেলার আগে দলগত উন্নয়নের জন্য রেডডেভিলসদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।
এদিকে ঘরোয়া লীগে বাজে শুরুর কারণে টেবিলের ১৩তম স্থানে নেমে গেলেও জার্মান ক্লাব সালকের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না বলে ম্যানচেস্টার সিটিকে সতর্ক করে দিয়েছেন ক্লাবের ক্রীড়া পরিচালক টক্সিকি বেগিরিস্টাইন। তিনি বলেন, ‘ঘরোয়া লীগে তারা (সালকে) ধুঁকলেও চ্যাম্পিয়ন্স লীগে বেশ ভাল করছে। প্রতিপক্ষ হিসেবে সালকে হবে খুবই কঠিন। জার্মান ক্লাবগুলো সব সময় বেশ বিপজ্জনক হয়।’
ইউরোপীয় আসরে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মোকাবেলা করতে যাওয়া লিয়ঁর কোচ ব্রানো জেনেসিও বলেছেন, গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জয় এবং হোম ম্যাচে ২-২ গোলে ড্র করে নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছে তার ক্লাব। জার্মান ক্লাবটির উপদেষ্টার দায়িত্বে থাকা গেরার্ড হালিয়ার বলেন, ‘এখানে প্রথম ম্যাচটিই বেশী গুরুত্বপুর্ন। যেটি অনুষ্ঠিত হবে নিজেদের মাঠে। বার্সেলোনা হচ্ছে সম্ভাব্য চ্যাম্পিয়ন ক্লাব। তাদের কাছে আমাদের হারানোর কিছু নেই। যা হবে তাই লিয়ঁর জন্য বাড়তি পাওনা।’
গ্রুপ পর্ব থেকে নকআউট পর্বে উঠে আসা ক্লাবগুলো প্রথম লেগের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি। ফিরতি লেগে তারা মাঠে নামবে আগমী ৫ ও ৬ মার্চ এবং ১২ ও ১৩ মার্চ।
এক নজরে শেষ ষোল’র ড্র:
সালকে বনাম ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), টোটেনহ্যাম হট স্পার্স বনাম বরুশিয়া ডর্টমুন্ড, লিয়ঁ বনাম বার্সেলোনা, রোমা বনাম পোর্তো, অয়ক্স বনাম রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল বনাম বায়ার্ন মিউনিখ।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৩০/মোজা/স্বব