বাসস দেশ-২৩ : আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : নৌমন্ত্রী

128

বাসস দেশ-২৩
নৌমন্ত্রী-নির্বাচন
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : নৌমন্ত্রী
মাদারীপুর, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
তিনি আজ মাদারীপুরের রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। তাই এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন,২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিন, এর পরের বছর ২০২১ সাল স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। এই দুটি সাল আওয়ামী লীগ উৎসাহ উদ্দীপনায় পালন করবে। এজন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
নৌমন্ত্রী বলেন, প্রাণের মার্কা নৌকা,শেখ হাসিনার মার্কা নৌকা। এই মার্কায় অধিক অসংখ্য ভোট দিয়ে সারাবিশে^র কাছে প্রমাণ করতে হবে, শেখ হাসিনা বাংলাদেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন।
এজন্য ভোটের দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে সহযোগিতা করবেন।
এসময় রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব মিয়া, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, কদমবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিধান বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৮১৩/জেজেড