বাসস বিদেশ-৬ : চীনের উন্নয়নের পথে কেউ খবরদারি করতে পারবে না : হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্ট শি’র

138

বাসস বিদেশ-৬
চীন-রাজনীতি
চীনের উন্নয়নের পথে কেউ খবরদারি করতে পারবে না : হুঁশিয়ারি চীনা প্রেসিডেন্ট শি’র
বেইজিং, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দেশটির অর্থনৈতিক উন্নয়নের পথে কেউ খবরদারি করতে পারবে না। দেশটির সংস্কারের ৪০ বছর পালন এবং যুক্তরাষ্ট্রের কঠিন চ্যালেঞ্জের প্রেক্ষাপটে নীতিমালা প্রনয়ন উপলক্ষ্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর এএফপি’র।
গ্রেট হল অব দ্য পিপল-এ জমকালো এক অনুষ্ঠানে ভাষণে অর্থনৈতিক সংস্কারকে এগিয়ে নিতে সাংবাদিকদের কাছে শি অঙ্গীকার ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বেইজিং সরে দাঁড়াবে না বা অন্য কোন দেশের খবরদারি মানবে না।
শি দলের অনুসারিদের বলেন, ‘সমাজতন্ত্রের মহান পতাকা চীনে উড্ডীন রয়েছে।’
উল্লেখ্য, চীনে ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর দেং জিয়াওপিংয়ের নেতৃত্বে সাংস্কৃতিক বিপ্লবের সূচনা ঘটে।
বাসস/এমএজেড/১৮০০/জুনা