বাজিস-১১ : ১৯ ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস

156

বাজিস-১১
ভাটিয়াপাড়া-মুক্ত-দিবস
১৯ ডিসেম্বর গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মুক্ত দিবস
গোপালগঞ্জ ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : সারা দেশ যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত ও আত্মহারা সে সময়ও গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় পাক হানাদাররা যুদ্ধ করে যাচ্ছিল। বিজয়ের ৩ দিন পর ১৯শে ডিসেম্বর প্রচন্ড যুদ্ধের পর পাকিস্তানী সৈন্যরা আত্মসমর্পন করতে বাধ্য হয়। মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে তাদের দখলে থাকা ভাটিয়াপাড়া ওয়্যারলেশ স্টেশন ক্যান্টনমেন্টের পতন ঘটে।
কাশিয়ানির ভাটিপাড়া মুক্ত দিবস উদযাপন পরিষদের আয়োজক কমিটির অন্যতম সদস্য সরদার তৈৗহিদুল হক জানান, বিজয়ের ৪৭ বছর পুর্তিতে আলোচনা সভা ও বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে।
বাসস/সংবাদাতা/১৮০০/মরপা