বাসস ক্রীড়া-৯ : সফরের প্রথম ম্যাচ ব্যাটসম্যানদের কাছে ভাল কিছু আশা করছে পাকিস্তান

120

বাসস ক্রীড়া-৯
পাকিস্তান-দ:আফ্রিকা
সফরের প্রথম ম্যাচ ব্যাটসম্যানদের কাছে ভাল কিছু আশা করছে পাকিস্তান
জোহানেসবার্গ, ১৮ডিসেম্বর ২০১৮ (বাসস/এএফপি) : আগামীকাল শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছে সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। বেনোনির উইলোমুর পার্কে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের কাছে ভাল কিছু আশা করছে পাকিস্তান।
আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের আগে এই একটিমাত্র প্রস্তুতি ম্যাচই খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়া টেস্ট সিরিজে চতুর্থ ইনিংসে দুইবার ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান।
পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার উভয়েই স্বীকার করেছেন দুই দলের বোলিং লাইনআপই অত্যন্ত শক্তিশালী হওয়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে হলে ব্যাটসম্যানদের ভাল করতে হবে।
২০০৫-২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব পালন করা আর্থার সাংবাদিকদের বলেন, সংযুক্ত আরব আমিরাতের মন্থর পিচের চেয়ে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তার দলের তরুণ ব্যাটসম্যানরা ভাল মানিয়ে নিতে সক্ষম হবে বলে তার বিশ্বাস।
তিনি বলেন, ‘দলে তরুণ মেধাবী কিছু ব্যাটসম্যান আছে। তারা যে কোন কন্ডিশনে ভাল করার ক্ষমতা রাখে।’
বাসস/এএফপি/স্বব১৭৪৫/মোজা/এএমটি