বাজিস-১০ : দিনাজপুরে জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

115

বাজিস-১০
দিনাজপুর-গ্রেফতার
দিনাজপুরে জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
দিনাজপুর, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার নবাবগঞ্জে নাশকতা মামলার পলাতক আসামী উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমীরকে র‌্যাব গ্রেফতার করেছে।
দিনাজপুর র‌্যাব ১৩ এর ক্যাম্প কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানান, আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী জেলার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমীর নুরে আলম সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, জামায়াত নেতা নুরে আলম সিদ্দিকী নবাবগঞ্জ উপজেলার চরারহাট এলাকায় গত ১২ অক্টোবর রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠককালে পুলিশ হানা দিয়ে ৬ জন জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমাসহ জিহাদী বই উদ্ধার করা হয়। অভিযানের সময় নুরে আলম সিদ্দিকীসহ আরো কয়েকজন পালিয়ে যান। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে নবাবগঞ্জ থানায় মামলা দায়েরের পর থেকে জামায়াত নেতা পলাতক ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৩/মরপা