বাসস ক্রীড়া-৮ : বৃষ্টিতে পরিত্যক্ত দু’টি ম্যাচের প্রথম দিনের খেলা

115

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বিসিএল
বৃষ্টিতে পরিত্যক্ত দু’টি ম্যাচের প্রথম দিনের খেলা
ঢাকা, ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের দু’টি ম্যাচের প্রথম দিনের খেলা। আজ থেকে শুরু হবার কথা ছিলো বিসিএলের পঞ্চম রাউন্ড। কিন্তু বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়ে যায় প্রথম দিনের খেলা।
এই রাউন্ডে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবার কথা ছিলো ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের। অপর ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রতিপক্ষ ছিলো প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলাম ব্যাংক ইস্ট জোন।
কিন্তু বৃষ্টির কারণে কোন ম্যাচেই টস হতে পারেনি।
বিসিএলের প্রথম চার রাউন্ড শেষে শীর্ষে রয়েছে ওয়ালটন সেন্ট্রাল জো। ১টি জয়, ১টি হার ও ২টিতে ড্র’তে ১৭ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ওয়ালটন সেন্ট্রাল জোন। সমান সংখ্যক ম্যাচে ১৭ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে প্রাইম ব্যাংক সাউথ জোন।
তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। তাদের সংগ্রহে আছে ১৪ দশমিক ৭৭ পয়েন্ট। আর ১৪ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বিসিবি নর্থ জোন।
বাসস/এএমটি/১৭২০/মোজা/স্বব