বাসস দেশ-১৯ : খামার প্রতিষ্ঠা এবং মৎস্য চাষে সহজ শর্তে ঋণ দেবে আওয়ামী লীগ

117

বাসস দেশ-১৯
আওয়ামী লীগ-ইশতেহার-কৃষি
খামার প্রতিষ্ঠা এবং মৎস্য চাষে সহজ শর্তে ঋণ দেবে আওয়ামী লীগ
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় এলে ছোট ও মাঝারি আকারের দুগ্ধ ও পোল্ট্রি খামার প্রতিষ্ঠা এবং মৎস্য চাষের জন্য সহজ শর্তে ঋণ, প্রয়োজনমত ভর্তুকি, প্রযুক্তিগত পরামর্শ ও নীতি সহায়তা বৃদ্ধি করা হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এককাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত ইশতেহারে এ কথা বলা হয়েছে।
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে জানিয়ে আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছে, ‘ফসল প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিপণ্যের সরাসরি বাজারজাত করা হবে। কৃষি গবেষণায় বাজেট বরাদ্দ আরও বাড়ানো হবে।’
ইশতেহারে আরও বলা হয়,কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের সফল ধারা অব্যাহত রাখার পাশাপাশি কৃষি উপকরণের উপর ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি যন্ত্রপাতি সুলভ ও সহজলভ্য করা হবে। বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর নজর কেড়েছে বলেও জানান শেখ হাসিনা।
বাসস/নিজস্ব/বিকেডি/১৭০৫/-আসচৌ