বাসস ক্রীড়া-৬ : শেষ দু’টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল

128

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-টেস্ট
শেষ দু’টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল
সিডনি, ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রথম দুই টেস্টের স্কোয়াডের উপর ভরসা রেখেছে অসি নির্বাচকরা। অর্থাৎ চার ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অপরিবতির্ত স্কোয়াডই বহাল রাখলো সিএ।
অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে জয় পায় ভারত। তবে পার্থের নতুন ভেন্যুতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ১৪৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে স্বাগতিকরা। এই জয়ে পিছিয়ে পড়েও সিরিজে সমতা আনে অসিরা। ফলে অস্ট্রেলিয়ার বর্তমান দলের উপরই আস্থা রাখলো সিএ। সিএ’র নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘এই দলটির উপর আমাদের আস্থা রয়েছে। তাই স্কোয়াডটি বহাল রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে গড়া পেস অ্যাটাকটি সেরা। এই দলকে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে তৃতীয় ও ৩ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।
অস্ট্রেলিয়া দল : টিম পাইন (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লিঁও, মিচেল মার্শ, শন মার্শ, মিচেল স্টার্ক ও পিটার সিডল।
বাসস/এএমটি/১৬৫৫/মোজা/স্বব