বাসস ক্রীড়া-৫ : ব্যাটসম্যানদের দুষলেন কোহলি; বোলারদের প্রশংসা করলেন পাইন

129

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-টেস্ট
ব্যাটসম্যানদের দুষলেন কোহলি; বোলারদের প্রশংসা করলেন পাইন
পার্থ, ১৮ ডিসেম্বর ২০১৮ (বাসস) : পার্থ টেস্টে ভারতকে ১৪৬ রানের ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো অস্ট্রেলিয়া। তবে পুরো টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের নৈপুণ্যে ছিল চোখে পড়ার মত। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এ জন্য ম্যাচ হারের জন্য ব্যাটসম্যানদেরই দুষলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে, ম্যাচ জয়ের জন্য দলের বোলারদের কৃতিত্ব দিলেন পাইন।
অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করে ৩১ রানে জিতেছিলো ভারত। চার ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে এরপর পার্থের নতুন ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামে টিম ইন্ডিয়া। কিন্তু এখানে পুরোপুরিভাবে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে অসহায় ছিলো ভারতের ব্যাটসম্যানরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৬ রানের জবাবে ২৮৩ রান পর্যন্ত যেতে পারে ভারত। ফলে প্রথম ইনিংস থেকে ৪৩ রানের লিড পায় অসিরা। সেই লিডকে খুব বেশি বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অসিরা। ফলে ভারতের সামনে টার্গেট দাড়ায় ২৮৭ রান।
এই টার্গেট স্পর্শ করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটসম্যানদের। চতুর্থ দিন শেষে ১১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ভারত। আর পঞ্চম ও শেষদিনে মাত্র ১৪ ওভার টিকতে পারে বিরাট কোহলির দল। ১৪০ রানেই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। আবারো অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নিজেদের অসহায়ত্বের প্রমাণ দেয় ভারতের ব্যাটসম্যানরা।
তাই ম্যাচ শেষে ব্যাটসম্যানদের দোষরোপ করলেন দলের ভারতীয় অধিনায়ক কোহলি, ‘ব্যাটিং-এ অস্ট্রেলিয়া আমাদের চাইতেও ভালো করেছে। আমরা এখানেই পিছিয়ে পড়েছি। এই পিচে প্রথম ইনিংসে তিনশ’র উপরে রান করা নিঃসন্দেহে বড় কথা। অজিরা সেটাই করেছে। এছাড়া তাদের বোলাররা ছিলো দুর্দান্ত। আমাদের ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয় ইনিংসে আমাদের টার্গেট আরও ৩০-৪০ রান কম হলে সুবিধা হত। এমন জয় অস্ট্রেলিয়ার প্রাপ্য।’
পক্ষান্তরে দলের বোলারদের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পাইন। তিনি বলেন, ‘সত্যি, স্বস্তি পাবার মত এক জয়। খেলোয়াড়দের ও স্টাফদের এজন্য ধন্যবাদ। দলের জয়ে সকলে অবদান রাখতে পেরেছে। এমন পিচে বোলাররা একই লাইন-লেন্থে বল করে গেছে এবং ভারতের ব্যাটসম্যানদের চাপে রেখেছে। দু’ইনিংসে একই রকম পরিস্থিতি করা সত্যি প্রশংসনীয়। কারণ দল হিসেবে ভারত অনেক বেশি শক্তিশালী। বিশেষভাবে তাদের ব্যাটিং লাইন-আপ। বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপের বিপক্ষে অস্ট্রেলিয়ার বোলারদের পারফরমেন্স অবশ্যই প্রশংসনীয় ।’
বাসস/এএমটি/১৬৫০/মোজা/স্বব