বাসস দেশ-১০ : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নৈতিক মূলবোধের অনুশীলন কেন্দ্র : ঢাবি উপাচার্য

127

বাসস দেশ-১০
বিজয় একাত্তর-অ্যাওয়ার্ড
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নৈতিক মূলবোধের অনুশীলন কেন্দ্র : ঢাবি উপাচার্য
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে জয়লাভ করার যে শক্তি, সে শক্তি হলো অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও উদার নৈতিকতার শক্তি। ঢাবি ক্যাম্পাস এসব নৈতিক মূলবোধের অনুশীলন কেন্দ্র।
উপাচার্য গতকাল বিজয় একাত্তর হলে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য বিজয় একাত্তর হলের ১২জন শিক্ষার্থীকে প্রভোস্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এ. জে. এম. শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী। আলোচনা পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
প্রভোস্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সৈয়দ মোহাম্মদ তওফিকুল হক, আহমেদুল ইসলাম হাওলাদার, ফাহাদ মুনিম, মো. আবদুল্লাহ আল মতিন, সৈয়দ মো. মুনতাসির মুহায়মেন, মো. সাইফুল ইসলাম, এস এম লতিফুল খবির, মো. মহিবুল্লাহ, মো. শফিকুল ইসলাম, সৈয়দ শাহজাদা আল করীম, মো. নাজমুল হোসেন। প্রভোস্ট গোল্ড মেডেল পেয়েছেন ইমরান হোসেন।
বাসস/সবি/এসই/১৪০৫/কেএআর