বাজিস-২ : নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

126

বাজিস-২
নড়াইল-অভিবাসী দিবস
নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
নড়াইল, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায়বিচার’ এ স্লোগানকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, এডভোকেট রমা রায় প্রমুখ।
এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, নড়াইল কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/আহো/১১৩৫/নূসী