বাসস ক্রীড়া-১১ : অন্যদের ব্যর্থতার উত্তর জানা নেই সাকিবের

107

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-টি-২০-সিলেট
অন্যদের ব্যর্থতার উত্তর জানা নেই সাকিবের
সিলেট, ১৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। ৮ উইকেটে হারের লজ্জা পেয়েছে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। এ ম্যাচ হারের জন্য ব্যাটসম্যান ও বোলারদের দুষলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরইী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘টস জেতা ছাড়া কোনো কিছুই আমাদের পক্ষে কাজ করেনি। আমরা ভালো ব্যাটিং করিনি, ভালো বোলিং করিনি। উইকেট ভালোই ছিলো।’
টস জিতে প্রথমে ব্যাট করে ১২৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। তবে স্কোর বোর্ডটা শক্তপোক্ত হলে ভালো হতো বলে মনে করেন তিনি, ‘আমাদের অন্তত ১৭৫ রান করা উচিত ছিলো।’
বাংলাদেশ ইনিংসে ব্যাট হাতে একাই লড়াই করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। ৮টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে সর্বোচ্চ ৬১ রান করেন তিনি। এছাড়া আরিফুল হক ১৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ ১২ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। অন্যান্য ব্যাটসম্যানরা কেন খারাপ করলো, সেই উত্তর জানান নেই সাকিবের, ‘বাকি ব্যাটসম্যানরা কেন ভালো করতে পারেনি সেটা তাদেরকেই জিজ্ঞেস করুন। আমি সবার হয়ে উত্তর দিতে পারব না। আজকে কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। আমরা যা-ই করেছি, কিছুই কাজ হয়নি। এই ম্যাচ থেকে অনেক কিছুই শেখার আছে।’
বাসস/এএসজি/এএমটি/১৭১০/মোজা/স্বব