বাজিস-২ : নড়াইলে নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা

150

বাজিস-২
নড়াইল-কর্মশালা
নড়াইলে নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কর্মশালা
নড়াইল, ১৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল সদর উপজেলার ২ দিনব্যাপী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ শুরু হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সালমা সেলিমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুুমান আর।
এসময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিম উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে ১ম পর্বে ২৮০ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৮০ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
এ প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরণ বিধি, ভোট গ্রহণের পদ্ধতিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাসস/সংবাদদাতা/রশিদ/১২১০/নূসী