বাজিস-১ : জয়পুরহাটে বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

157

বাজিস-১
জয়পুরহাট-সাংষ্কৃতিক অনুষ্ঠান
জয়পুরহাটে বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
জয়পুরহাট, ১৭ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে জয়পুরহাটে রোববার সন্ধ্যায় আয়োজন করা হয় বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানের।
জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত বিজয় দিবস সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ছিল মুক্তিযুদ্ধের গান। কবিতা ও গানের সাথে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে। ফেরদৌস আরা লিপির নেতৃত্বে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, খেলাঘর ও আনন্দধারা শিশু কিশোর সংগঠনের শিল্পীরা দলীয় সঙ্গীত পরিবেশন ও আহমেদ মোশারফ নান্নু , পারভেজ দুলাল ও ফরহাদ হোসেনের নেতৃত্বে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করে বাউল সাংস্কৃতিক গোষ্ঠী, উদীচী শিল্পী গোষ্ঠী, সারগাম, সুপ্রভাত ও শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ। অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, সঙ্গীত চক্র, শান্তিনগর থিয়েটার, ঈশিকা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ও হিন্দোল সঙ্গীত একাডেমির শিল্পীরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করেন জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এবিএম মাহমুদুল হক ও আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাহেদ ফাররোখ। জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরীর পরিকল্পনায় ও নাট্যকর্মী লালন হোসেনের নির্দেশনা ও পরিচালনায় সদ্যপ্রয়াত বীরপ্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাঁর জীবন কাহিনী নিয়ে রচিত নাটিকা ‘আমি বিজয়া বলছি’ মঞ্চায়ন করা হয়। শিশু একাডেমি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী ও বিজয় দিবস সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজানা, জেলা কালচারাল অফিসার মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/রশিদ/১০৩০/নূসী