বাসস দেশ-৩০ : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন

551

বাসস দেশ-৩০
শেখ হাসিনা-নির্বাচন-ভিডিও কনফারেন্স
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলায় নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত বাসভবন ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের দশটি জেলায় আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী জনসভা ও প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, দলের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ, নড়াইল ও বান্দরবান, আগামী ১৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, ককক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভা এবং আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
এতে আরো জানানো হয়, জেলার এ সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এবং নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীগণ উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সকল নির্বাচনী কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাসস/সবি/এমএএস/২২৩০/এইচএন