টেস্ট-ওয়ানডের সাফল্য টি-২০তেও ধরে রাখার মিশন বাংলাদেশের

217

সিলেট, ১৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ফরম্যাটেও সাফল্য ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। জয় দিয়ে সিরিজ শুরু করাই প্রধান লক্ষ্য বাংলাদেশের। অপরদিকে, টেস্ট-ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলে টি-২০ সিরিজ জিততে চায় ওয়েস্ট ইন্ডিজে। সিলেটে আগামীকাল প্রথম টি-২০ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। সেই স্মৃতি নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে মাশরাফি বিন মর্তুজার দল। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় টাইগাররা। তবে সিরিজ নির্ধারনী ম্যাচে ঠিকই নিজেদের সেরাটা দিয়েছে বাংলাদেশ। তাই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২৪তম সিরিজ জয় ছিলো টাইগারদের।
টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে এবার টি-২০ ফরম্যাট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত এ ফরম্যাটে কাজটি সহজ হবে না টাইগারদের। কারণ ওয়েস্ট ইন্ডিজ দু’বার ও বর্তমান চ্যাম্পিয়ন। তাই প্রতিপক্ষকে সমীহ করেই খেলতে নামবে দল এমনটা জানালেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। পাশাপাশি দল জয়ের জন্য উন্মুখ বলেও জানান তিনি, ‘আমরা টেস্ট-ওয়ানডে সিরিজ জিতেছি। তবে আমাদের মনে রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজ টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছি। জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তারা এই ফরম্যাটে অনেক বড় এবং ভালো দল। আমরা জিততে চাই। জিততে পারলে অনেক বড় প্রাপ্তি হবে।’
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজ খেলে বাংলাদেশ। ক্যারিবীয়দের মাটিতে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা।
অন্য দিকে টেস্ট-ওয়ানডে সিরিজ হেরে মানসিকভাবে বিধ্বস্ত হলেও টি-২০ ভার্সনে হাল ছাড়তে রাজি নয় ওয়েস্ট ইন্ডিজ। সংক্ষিপ্ত ভার্সনের সিরিজে ঘুড়ে দাঁড়াতে চায় তারা। কারণ টি-২০ ফরম্যাটে নিজেদের শক্তির ব্যাপারে বেশ ভালো জানে ক্যারিবীয়রা। তবে টেস্ট প্লেয়িং কোন দলের বিপক্ষে এক বছরের বেশি সময় যাবত টি-২০ সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচের সিরিজ সর্বশেষ জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্র্যাথওয়েট(অধিনায়ক), ড্যারেন ব্রাভো, শিমরোন হেটমায়ার, ফ্যাবিয়ান এ্যালেন, কেসরিক উইলয়ামস, কিমো পল, খারি পিয়েওে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল, ওশানে টমাস।