মহাকাশে মৃত রকেটগুলো পুনরুজ্জীবিত করার প্রযুক্তির উন্নয়ন করবে ভারত

540

নয়াদিল্লী, ১৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও) মহাকাশে মৃত রকেটগুলোকে পুনরুজ্জীবিত করার প্রযুক্তির উন্নয়নে কাজ করছে। খবর সিনহুয়া’র
ব্যবহার উপযোগী করে তোলার জন্য মহাকাশে পরীক্ষা চালাতে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) শেষ পর্যায়ে রয়েছে বলে জানান আইএসআরও-এর প্রধান কে. সিভান এ তথ্য জানিয়েছেন।
একটি ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে, সিভান দাবি করেন, ভারত বিশ্বের একমাত্র দেশ যে দেশ আধুনিক এ প্রযুক্তি নিয়ে কাজ করছে। তিনি বলেন, এতে করে মহাকাশে ব্যয় বিহীন পরীক্ষা নীরিক্ষা চালানোয় রকেটসমূহ সচল করে তোলায় সক্ষম করে তুলবে।
প্রাথমিক স্যাটেলাইট প্রেরণের পর পিএসএলভি এর রকেট শেষ পর্যায়ে মৃত তালিকাভূক্ত হয়। এখন আমরা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছি সেখানে এই মৃত রকেটগুলোর প্রাণ সঞ্চার করা হবে। গত ছয় মাস ধরে পিএসএলভি কাজ করে এখন শেষ পর্যায়ে উপনীত হয়েছে।
সিভান অরো জানান, এটি মহাকাশ পরীক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জনে একটি সাশ্রয়ী পদ্ধতি ।