বাসস দেশ-৫ : কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

179

বাসস দেশ-৫
কুয়েট-বিজয় দিবস
কুয়েটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
খুলনা, ১৬ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’র পাদদেশে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় বিশ্ববিদ্যালয় বিএনসিসি’র একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে।পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর কুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কুয়েট শাখা বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতি পুষ্পস্তবক অর্পণ করে।
বাসস/সবি/এসই/১৪৪৫/এমএবি