বাসস দেশ-২৬ : বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

551

বাসস দেশ-২৬
সাংস্কৃতিক উৎসব-পুরস্কার বিতরণ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক, এবং বিশেষ অতিথি ছিলেন মিসেস তাসলিম জাহান।
মেজর জেনারেল আবু সাঈদ সিদ্দিক ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তিনি সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতি শিগগিরই প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বাঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল আলম চৌধুরী এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মোঃ মোকসেদ আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাসস/আইএসপিআর/এমএআর/২০০৮/জেহক